রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১,২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৮ টাকা ২৮ পয়সা, যা পূর্বের তুলনায় ৪ টাকা ১৮ পয়সা কম।
এর আগে, গত ২ জুলাই বিইআরসি ১২ কেজি এলপিজির দাম ৩৯ টাকা কমিয়ে ১,৩৬৪ টাকা এবং অটোগ্যাসের দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করেছিল।
বিইআরসি বলছে, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম হ্রাস পাওয়ায় এই মূল্য হ্রাস করা হয়েছে।