রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
২৩ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : জাতীয়

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণায় কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ শুরু


ডেস্ক রিপোর্ট ৩ আগস্ট ২০২৫, বিকাল ৪:২৮
নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণায় কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ শুরু
ছবি:সংগৃহীত

'নতুন বাংলাদেশের ইশতেহার' ঘোষণার জন্য রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মঞ্চ প্রস্তুত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রবিবার বিকেল ৪টার দিকে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সমাবেশে আগত নেতাকর্মীদের বসার জন্য শহীদ মিনারের সামনে বিছানো হয়েছে লাল কার্পেট। আশপাশের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ডিজিটাল পর্দা। জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন ঘটনা সেখানে প্রদর্শন করা হচ্ছে।


এই সমাবেশে অংশ নিতে সারাদেশ থেকেই এনসিপি নেতাকর্মীরা ঢাকায় এসেছেন। ইতোমধ্যে তারা মিছিল সহকারে শহীদ মিনারে জমায়েত হতে শুরু করেছেন।


এনসিপির এই সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুরে সেখানে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াডকে টহল দিতে দেখা গেছে।


সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে জানা গেছে।


গতকাল এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, '৩ আগস্ট (২০২৪ সাল) একটা ঐতিহাসিক দিন। সেদিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফা আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘোষণা করা হয়েছিল। তাই ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করতে হচ্ছে। তবে চেষ্টা থাকবে যাতে মানুষের ভোগান্তি কম হয়। এই কর্মসূচির মাধ্যমে এনসিপির ভবিষ্যৎ রূপরেখা হাজির করা হবে।'