এইচএসসি পরীক্ষা স্থগিতসহ সার্বিক বিষয়ে কোনো অব্যস্থাপনা হয়নি দাবি করে শিক্ষা উপদেষ্টা সি আর আববার বলেছেন, সরকার চাইলে তিনি পদত্যাগ করবেন।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সি আর আববার বলেন, ‘নিজে থেকে পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই। তারপরও আমার নিয়োগকর্তা আছে। তারা যদি মনে করে আমি চলে যাব। এখানে বসে থেকে পদ আকড়ে ধরে নিজেকে জাস্টিফাই করার কোনো ইচ্ছা আমার নেই।’
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষর্থীদের মৃত্যুর ঘটনায় জাতীয় শোকের মধ্যে এইচএসসি পরীক্ষা স্থগিত করা নিয়ে সিদ্ধান্তহীনতায় থাকায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবি ওঠে।
এ নিয়ে মঙ্গলবার সচিবালয় ঘিরে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে দুপুরে শিক্ষাসচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম। এর একদিন না যেতেই সরকার চাইলে পদত্যাগ করবেন বলে জানালেন শিক্ষা উপদেষ্টা।
গত ৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মানবাধিকারকর্মী সি আর আবরার শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ পান।