রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
২৩ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : জাতীয়

বিধ্বস্ত বিমানের পাইলটের মৃত্যুর খবর নিশ্চিত করল আইএসপিআর


ডেস্ক রিপোর্ট ২১ জুলাই ২০২৫, সন্ধ্যা ৭:৩৭
বিধ্বস্ত বিমানের পাইলটের মৃত্যুর খবর নিশ্চিত করল আইএসপিআর
ছবি:সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মারা গেছেন।

সোমবার বিকেল পৌনে ৪টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানটি। এফ-৭ বিজেআই মডেলের এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৬৪ জনকে বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত পাইলটসহ ১৯ জনের মৃত্যু হয়েছে।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, তাদের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে ১৯ জনের লাশ উদ্ধার করেছে।

দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার মাত্র ১২ মিনিট পর, ১টা ১৮ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়।

তৌকির নিহতের ঘটনায় রাজশাহীতে তার বাড়িতে চলছে শোকের মাতম। রাজশাহী উপশহরের ৩ নম্বর সেক্টরে তার বাসায় স্বজনদের আহাজারি করতে দেখা গেছে।