রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
২৩ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : জাতীয়

উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধ ২৬ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে


ডেস্ক রিপোর্ট ২১ জুলাই ২০২৫, বিকাল ৪:৩৭
উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধ ২৬ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে
ছবি:সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৬ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

সোমবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান।

তিনি বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে নারী শিশুসহ অন্তত ২৬ জন জরুরি বিভাগে এসেছে। আহতদের সবার অবস্থা আশঙ্কাজনক।

এদিন দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার মাত্র ১২ মিনিট পর, ১টা ১৮ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানটিতে পাইলট হিসেবে দায়িত্বে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির। তার অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দূর্ঘটনায় স্কুল ক্যাম্পাসে অবস্থানরত একাধিক শিক্ষার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।