রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
২৩ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : জাতীয়

হাসিনা মানবজাতির কলঙ্ক, তার ক্ষমা নেই: মির্জা ফখরুল


ডেস্ক রিপোর্ট ২০ জুলাই ২০২৫, বিকাল ৩:৫৫
হাসিনা মানবজাতির কলঙ্ক, তার ক্ষমা নেই: মির্জা ফখরুল
ছবি:সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে দেড় যুগেরও বেশি সময় ধরে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না। তিনি শেখ হাসিনাকে ‘মানবজাতির কলঙ্ক’ হিসেবে আখ্যায়িত করেছেন।

রবিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা শুধু ২০০৭ সালের জুলাই গণঅভ্যুত্থান নয়, বরং গত দেড় দশকেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালিয়েছেন। এই অপরাধের জন্য তাকে কখনো ক্ষমা করা যাবে না।

তিনি আরও বলেন, বিএনপি তাদের মতপার্থক্য থাকা সত্ত্বেও, সব মানুষের জন্য একটি ঐক্যবদ্ধ এবং শান্তিপূর্ণ জাতি গঠন করতে চায়। যাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান শহিদ হয়েছেন, তাদের প্রতি আমাদের সবার শ্রদ্ধা থাকতে হবে। শহীদের জন্য কিছু করতে না পারলে, জাতি কখনো আমাদের ক্ষমা করবে না।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, আগামীতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।