রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
২৩ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : জাতীয়

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার


Desk Report ২৬ মে ২০২৫, দুপুর ১২:৪৪
 কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার
ছবি:সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকায় গরুর চামড়ার সর্বনিম্ন দাম ১৩৫০ টাকা ও ঢাকার বাইরে ১১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।


রবিবার (২৫ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমূল্য ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দীন।


ঘোষণা অনুযায়ী, খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২২-২৭ টাকা এবং বকরির চামড়া ২০-২২ টাকা নির্ধারণ করা হয়েছে।


বাণিজ্য উপদেষ্টা জানান, কাঁচা চামড়া সংরক্ষণে এবার ৩০ হাজার টন লবণ মাদরাসা ও এতিমখানায় বিনামূল্যে দেওয়া হবে। একইসঙ্গে ঈদের পর ১০ দিন ঢাকার বাইরে থেকে রাজধানীতে কোনো কাঁচা চামড়া প্রবেশ করতে দেওয়া হবে না।