রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
২৩ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : জাতীয়

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস,আদালত, ব্যাংক,স্কুল খোলা আজ


admin ২৪ মে ২০২৫, দুপুর ১:১১
সাপ্তাহিক ছুটির দিনেও অফিস,আদালত, ব্যাংক,স্কুল খোলা আজ
ছবি:সংগৃহীত

ঈদুল আযহা সামনে রেখে নির্ধারিত ছুটির সময়সীমা দীর্ঘ হওয়ায় শনিবার সাপ্তাহিক ছুটি হলেও অফিস খোলা রাখা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাহী আদেশ অনুযায়ী শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

এর আগে, মে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্তের ভিত্তিতে ঈদুল আযহার জন্য ১১ ১২ জুন অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। ফলে থেকে ১৪ জুন পর্যন্ত মোট ১০ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি ছুটির পরিকল্পনার অংশ হিসেবেই ১১ ১২ জুনের ছুটির সমন্বয়ে ১৭ ২৪ মে-এই দুই শনিবার অফিস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী জুন দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং ছুটির সুবিধাজনক ব্যবস্থাপনায় আগেভাগেই ছুটির পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।