রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
২৩ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : জাতীয়

পোশাক শ্রমিকদের ‘মার্চ টু যমুনা’: পুলিশের বাধা


স্টাফ রিপোর্টার
 পোশাক শ্রমিকদের ‘মার্চ টু যমুনা’: পুলিশের বাধা
ছবি:সংগৃহীত

বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করছে গাজীপুরের টিএনজেড গ্রুপের আটটি গার্মেন্টসপ্রতিষ্ঠান এবং আশুলিয়ায় অবস্থিত ছেইন অ্যাপারেলস লিমিটেডের গার্মেন্টসপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা।

মঙ্গলবার বেলা পৌনে ৩টায় রাজধানীর বিজয় নগরে শ্রম ভবনের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি নিয়ে যাত্রা শুরু করলেও, পুলিশি বাধার মুখে পড়ে কাকরাইল মসজিদের মোড়েই অবস্থান নেন তাঁরা।

‎এক মাস ধরে বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানগুলোর শ্রমিকেরা। দাবি আদায় না হওয়ায় ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করেন তাঁরা।

 দুপুরে শত শত শ্রমিক শ্রম ভবনের সামনে জড়ো হন এবং মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে থাকেন। তবে বেলা ৩টার দিকে কাকরাইল মসজিদের সামনে এসে মিছিলটি পুলিশের বাধা পায়।

‎এ সময় শ্রমিকেরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। শ্রমিকেরা বলেন, তাঁদের বকেয়া বেতন দিতে হবে। নয়তো যমুনা থেকে ফিরে যাবেন না তাঁরা। গত ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের বিষয়ে তাঁদের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু পরে আর সেই বেতন দেওয়া হয়নি।