চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ বা ৮ জুন দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার কথা রয়েছে।
মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে ৬ জুন। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই উৎসবটি প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের ১০ই জিলহজ তারিখে পালিত হয়।
পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন।
মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘ক্যাবিনেট সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ পাস করেছে। একইসঙ্গে ক্যাবিনেটে ঈদুল আজহায় ১০ দিনের ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ১৭ ও ২৪ মে-তে কর্মকর্তাদের অফিস করতে হবে।’
এদিকে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে পারে আগামী ২১ মে থেকে। ওই দিন বিক্রি হবে ৩১ মের টিকিট। এরপর দিন অনুযায়ী পর্যায়ক্রমে ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত ঈদের আগাম যাত্রার টিকিট বিক্রি করা হবে। প্রাথমিকভাবে এ তথ্য জানিয়েছে রেলওয়ে অধিদপ্তর।
মধ্যপ্রাচ্যের একদিন পর সাধারণত বাংলাদেশে ঈদ পালিত হয়। এই হিসাব অনুযায়ী, বাংলাদেশে ঈদুল আজহা ৭ অথবা ৮ জুন উদযাপিত হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে তারিখ পরিবর্তন হতে পারে, তাই ধর্ম মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তই শেষ কথা।