রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
২৩ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : জাতীয়

দেশে ফিরছেন খালেদা জিয়া


স্টাফ রিপোর্টার
দেশে ফিরছেন খালেদা জিয়া
ছবি:সংগৃহীত

চিকিৎসা শেষে ৪ মাস পর লন্ডন থেকে আজ দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ চিকিৎসার পর তার এ প্রত্যাবর্তন।

দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানকে সঙ্গে নিয়ে স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় ৯টা ১০ মিনিট) কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমান ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময়) তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দর থেকে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় উঠবেন বিএনপি নেত্রী। ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে বাসভবন, বাড়ানো হয়েছে নিরাপত্তা। চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। 

দেশনেত্রীকে বরণে লাখো নেতাকর্মী সড়কের পাশে ফুটপাথে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত। 

এদিকে পুত্রবধূ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন। তার ফেরার খবরে নেতাকর্মীদের মধ্যে অন্যরকম উচ্ছ্বাস বিরাজ করছে।

জোবাইদা রহমানের জন্য ধানমন্ডিতে তার বাবার বাসা ‘মাহবুব ভবন’ প্রস্তুত করা হয়েছে, জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। শাশুড়ির সঙ্গে গুলশানের ফিরোজায় যাওয়ার পর ধানমন্ডিতে তারা বাবার বাসায় উঠার কথা রয়েছে জোবাইদা রহমানের।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন। জনগণসহ এসএসসি পরীক্ষার্থীদের যাতে দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য দলের পক্ষ থেকে নেতাকর্মীদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে পুলিশের প্রতিও অনুরোধ জানানো হয়েছে, তারা যাতে কাউকে রাস্তায় দাঁড়াতে না দেন। কেউ রাস্তায় দাঁড়ালে তাকে ফুটপাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে। 

এসএসসি পরীক্ষার্থীদের যেন কেন্দ্রে যেতে কোনো অসুবিধা না হয়, সেজন্য নেতাকর্মীদের সড়কের ওপর না দাঁড়ানোর কঠোর নির্দেশ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ম্যাডাম মঙ্গলবার কাতার রয়েল অ্যাম্বুলেন্সের এয়ারক্রাফটে সকাল সাড়ে ১০টায় ঢাকা এয়ারপোর্টে পৌঁছাবেন।