রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
২৩ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : জাতীয়

রোহিঙ্গা সংকটে বিশ্বনেতাদের সহযোগিতা চান অধ্যাপক ইউনূস


খায়রুন নাহার ২২ এপ্রিল ২০২৫, রাত ১২:০০
রোহিঙ্গা সংকটে বিশ্বনেতাদের সহযোগিতা চান অধ্যাপক ইউনূস
ছবি:সংগৃহীত

রোহিঙ্গা সংকট বড় চ্যালেঞ্জ, সমাধানে বিশ্বনেতাদের সহযোগিতা চান অধ্যাপক ইউনূস

দোহার আর্থনা সামিটে বক্তৃতাকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সংকট বর্তমানে বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তিনি এই সংকট সমাধানে বিশ্বনেতাদের সহযোগিতা কামনা করেন।

সোমবার কাতারের রাজধানী দোহায় আয়োজিত আর্থনা সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ইউনূস।

তিনি বলেন, "পরবর্তী প্রজন্মের জন্য আমাদের এমন একটি পৃথিবী গড়ে যেতে হবে, যা হবে সমৃদ্ধ ও টেকসই। এ লক্ষ্য অর্জনে প্রয়োজন জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তির সমন্বয়।"

তিনি আরও বলেন, আগামীর পৃথিবীর তরুণদের প্রস্তুত করতে হলে তাদেরকে জ্ঞান-বিজ্ঞানে প্রশিক্ষণ দিতে হবে এবং প্রযুক্তিগত উদ্ভাবনেও উৎসাহ দিতে হবে।

অনুষ্ঠানে পৌঁছালে কাতারের একাধিক মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান।