সোমবার, অক্টোবর ২০, ২০২৫
৫ কার্তিক ১৪৩২

আপনি পড়ছেন : জাতীয়

‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার


ডেস্ক রিপোর্ট ১৭ অক্টোবর ২০২৫, বিকাল ৩:০৫
‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
ছবি:সংগৃহীত

দেশজুড়ে ঐক্যের এক প্রতীকী মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সেই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে সবাইকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, ‘জুলাই সনদ’ শুধু একটি দলিল নয়, এটি জাতির আশা, আত্মবিশ্বাস ও ঐক্যের প্রতিচ্ছবি।

প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার রাতে এক বিশেষ বার্তায় বলেন, আপনি যেখানেই থাকুন, বাসায়, রাস্তায়, মাঠে, দোকানে বা কারখানায়, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হোন। আমরা একসঙ্গে দাঁড়াচ্ছি, একসঙ্গে এগোবো।

জাতীয় পরিচয়, রাজনৈতিক মত, ধর্ম বা সংস্কৃতিগত পার্থক্য পেছনে রেখে, সকল নাগরিককে এক কাতারে আনাই এই সনদের মূল লক্ষ্য বলে জানান তিনি।

‘ঐক্যের শক্তি আমাদের পথ দেখাবে’— এমন বার্তা নিয়েই শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

তিনি দেশের সব গণমাধ্যম, টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মকে এই ঐতিহাসিক আয়োজন সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়েছেন, যেন ঘরে-বাইরে প্রতিটি মানুষ এর অংশ হতে পারে। সাধারণ মানুষ থেকে শুরু করে তরুণ প্রজন্ম সবাইকে এই সনদের সঙ্গে নিজেদের যুক্ত করতে অনুপ্রাণিত করেন তিনি।

ড. ইউনূস বলেন, এই দিন আমাদের ভবিষ্যতের গল্প রচনার সূচনা। এটি নতুন অধ্যায়ের সূচনা, যেখানে বিভাজন নয়, থাকবে কেবল ঐক্য, শ্রদ্ধা ও সম্মিলিত স্বপ্ন।

সবশেষ তিনি সবাইকে এই উদযাপনের অংশ হয়ে এক নতুন বাংলাদেশ গড়ার যাত্রায় শামিল হওয়ার আহ্বান জানান।