এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলনের আজ ষষ্ঠ দিনের মতো চলছে। শুক্রবার সকাল ৯টা থেকে তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে আসা আন্দোলনকারী শিক্ষকরা জানান, তারা সকাল সাড়ে ১১টায় ঢাবির টিএসসিতে যাবেন। সেখানে গিয়ে বিক্ষোভ মিছিল করবেন। এরপর দুপুর ২টার পর থেকে অনশনে যাবেন আন্দোলনে আসা সকল শিক্ষক। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনশন চলবে বলেও জানান তারা।
কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তর পাশে গাছের নিচে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন- ‘যাব না, যাব না; ঘরে ফিরে যাব না’, ‘অবিলম্বে প্রজ্ঞাপন জারি; করতে হবে, করতে হবে’।
আন্দোলনকারী সেলিনা নাসরিন বলেন, আমাদের ২০ শতাংশ বাড়িভাড়া আদায় না হওয়া পর্যন্ত বাড়ি ফিরছি না।
দেলোয়ার নামে এক শিক্ষক বলেন, আমরা আজ ভালো করে বাজার করতে পারি না। মাত্র ১১০০ টাকা বাড়িভাড়া দেয়; যা দিয়ে কোনো বাড়ি ভাড়া হয় না। এটা শিক্ষকদের জন্য অপমান।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে টিএসসিতে মিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে ছয়টি শিক্ষকদের সংগঠনের জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের দাবিগুলো ইতোমধ্যে দেশবাসীর নজরে আনতে পেরেছি। আজকের এই আন্দোলনের ঢেউ দেশ পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের ন্যায্য দাবি আর জাতীয় পর্যায়ে নেই আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। এসব দাবি ন্যায্য দাবি, সরকারকে মানতেই হবে।
তারা আরও বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। হয় মরে যাব; নয়তো দাবি আদায় হবে।