সোমবার, অক্টোবর ২০, ২০২৫
৫ কার্তিক ১৪৩২

আপনি পড়ছেন : জাতীয়

দলগুলো একমত না হলে একাধিক প্রস্তাব করবে কমিশন: আলী রীয়াজ


ডেস্ক রিপোর্ট ৫ অক্টোবর ২০২৫, বিকাল ৩:০৮
দলগুলো একমত না হলে একাধিক প্রস্তাব করবে কমিশন: আলী রীয়াজ
ছবি:সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে একাধিক প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে জাতীয় ঐকমত্য কমিশন।

রবিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দিনের আলোচনার শুরুতে এসব কথা বলেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এ আলোচনা হয়।

বৈঠকে জুলাই মাসে প্রকাশিত ‘জুলাই সনদ’ এবং তার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় রাজনৈতিক দলগুলোর মতামত, অংশগ্রহণ এবং কমিশনের অবস্থানও পর্যালোচনা করে তুলে ধরা হয়।

বৈঠকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, কমিশনের কাজের অগ্রগতি সন্তোষজনক। তিনি প্রত্যাশা করেন, কমিশনের এই প্রচেষ্টা দেশে একটি টেকসই রাজনৈতিক সমঝোতার ভিত্তি তৈরি করতে পারবে। তিনি সদস্যদের দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত অগ্রগতির প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেন।

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, সব রাজনৈতিক দলের কাছ থেকেই তারা প্রত্যাশিত সহযোগিতা পেয়েছেন। পাশাপাশি গণমাধ্যমগুলোও এই উদ্যোগকে ‘অকল্পনীয়’ মাত্রায় সমর্থন দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। এর খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐকমত্য হয়নি দলগুলোর। আজ আলোচনা শেষ করার কথা রয়েছে। তবে শেষ করতে না পারলে আর এক দিন আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৫ অক্টোবরের মধ্যে দলগুলোর স্বাক্ষরের মাধ্যমে সনদকে পূর্ণাঙ্গ রূপ দিতে চায় কমিশন।

বৈঠকে কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।