সোমবার, অক্টোবর ২০, ২০২৫
৫ কার্তিক ১৪৩২

আপনি পড়ছেন : জাতীয়

মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান


ডেস্ক রিপোর্ট ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩৪
মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান
সংবাদ সম্মেলনে মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার।ছবি:সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ রক্ষায় আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করবে সরকার। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত,বাজারজাতকরণ,ক্রয়-বিক্রি ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। 

সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে প্রতি বছর মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ কার্যক্রম চালানো হবে। অভিযানের মাধ্যমে পরিপক্ক ইলিশ মাছ যেন নিরাপদে ডিম ছাড়তে পারে, তা নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে কঠোর নজরদারি থাকবে। সরকার আশা করছে, এ উদ্যোগের ফলে ভবিষ্যতে ইলিশের প্রাপ্যতা বৃদ্ধি পাবে, বাজারমূল্য স্থিতিশীল থাকবে এবং দেশের সার্বিক চাহিদা মেটাতে সহায়ক হবে।