সোমবার, অক্টোবর ২০, ২০২৫
৫ কার্তিক ১৪৩২

আপনি পড়ছেন : জাতীয়

তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম দিনের বৈঠকে ঐকমত্য কমিশন


খায়রুন নাহার ১৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৮
তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম দিনের বৈঠকে ঐকমত্য কমিশন
ছবি:সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনো একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো।একমতে পৌঁছাতে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেছে ঐকমত্য কমিশন।

বুধবার সকাল সাড়ে ১১ টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়।এর আগে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছিল কমিশন।তবে একমত না হওয়ায় ১১ সেপ্টেম্বর থেকে ৩০ টি দলের সাথে আবারও আনুষ্ঠানিক আলোচনা শুরু করে কমিশন।

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানোর পর আজ অনুষ্ঠিত হচ্ছে প্রথম বৈঠক।এতে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।১৫ অক্টোবর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে চলবে এ বৈঠক।

এর আগে দুই পর্বে অনুষ্ঠিত বৈঠকে সংবিধান,নির্বাচন ব্যবস্থা,দুর্নীতি দমন কমিশন,বিচার বিভাগ,পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাবে একমত হয়েছে দলগুলো।