কুমিল্লার পদুয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ বিক্ষোভ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীরা। সোমবার সকাল ১০টার দিকে পদুয়ার বিশ্বরোড এলাকায় মহাসড়কটি অবরোধ করেন তারা। এতে করে মহাসড়কটির ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে মহাসড়কটি ব্যবহারকারীরা।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাওলানা রইস উদ্দিনের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা রইস উদ্দিনের হত্যাকাণ্ডের বিচারের দাবি সকাল থেকেই পদুয়ার বিশ্বরোড এলাকায় জড়ো হতে থাকে ইসলামী ছাত্রসেনা নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে মহাসড়ক অবরোধ করে তারা। পরে বিচারের আশ্বাসে সাড়ে ১১টার দিকে মহাসড়ক ছাড়ে তারা।