পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন,কারও রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার আছে এমন দলের যে কোনো বিষয়ে তাদের চাহিদা অনুসারে বক্তব্য জনগনের সামনে তুলে ধরতে পারে আন্দোলনের কর্মসূচী দিতে পারে।সেটার বিপক্ষে আমরাও আমাদের বক্তব্য তুলে ধরে রাজপথে বক্তব্য দিতে পারি।
রাজপথে কে কয়টা বক্তব্য দিল মিছিল দিল তার উপর ভিত্তি করে পিআর নির্ধারিত হবে না।এন্ড অফ দ্যা ডে জনগণ নির্ধারণ করবে কোন পদ্ধতিতে র্নিবাচন হবে। রাজপথে তো পিআর আদায় করা যাবে না, আলোচনার টেবিলে আসতে হবে।এটি আলোচনা করে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা।’
পিআররের মাধ্যমে সবসময় একটা অনিশ্চিত সরকার ব্যবস্থা থাকে ও ঝুলন্ত পার্লামেন্ট থাকে এবং কখনো মেজোরিটির ভিত্তিতে সরকার গঠন করার মত মেজোরিটি পাওয়া যায় না।