সোমবার, অক্টোবর ২০, ২০২৫
৫ কার্তিক ১৪৩২

আপনি পড়ছেন : রাজনীতি

"একই দাবিতে মাঠে জামায়াত ও ইসলামী আন্দোলন, যুগপৎ কর্মসূচি ঘোষণা"


খায়রুন নাহার ১৫ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪:৪৭

ছবি:সংগৃহীত

জুলাই সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ অভিন্ন দাবিতে মাঠে নামছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। দল দুটি একই দিনে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। এই আন্দোলনে আরও কয়েকটি দল যুক্ত হওয়ার কথা রয়েছে।

সোমবার পুরানা পল্টনে আইবি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ৫ দফা দাবিতে ৩ দিনের কর্মসূচী ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির(চরমোনাই পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

রেজাউল করীম বলেন, ইসলামী দলগুলোর ব্যপারে এর আগেও বলেছিলাম ইসলামী দলগুলো এক বাক্সে যাওয়ার ব্যাপারটি কাছাকাছি ।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,কেবল নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়নি।দেশকে স্থায়ীভাবে ফ্যাসিস্ট ও স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করতে মৌলিক সংস্কার ছিল এর উদ্দেশ্য।সংস্কার ও বিচারকে গুরুত্ব না দিয়ে নির্বাচনকে মূখ্য করা হয়েছে।যা দেশকে পুরানো অশুভ বন্দোবস্তে আবারও নিপেতিত করবে বলে আশঙ্কা করি। 

সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি তুলে ধরেন ইসলামী আন্দোলনের আমির।এসব দাবির মধ্যে রয়েছে- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে,আগামী নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে,অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে,বিগত ফ্যাসিস্ট সরকারের সকল জুলুুম ও গণহত্যা এবং দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে,স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

তিন দিনের কর্মসূচী অনুযায়ী বৃহস্পতিবার ঢাকায়, শুক্রবার বিভাগীয় শহরে এবং পরের শুক্রবার অর্থাৎ ২৬ সেপ্টেম্বর সারাদেশে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি। জামায়াত ইসলামীও একই সাথে একই দিনে ৫ দফা দাবি নিয়ে আন্দোলনের কর্মসূচী ঘোষণা করেছে।