সোমবার, অক্টোবর ২০, ২০২৫
৫ কার্তিক ১৪৩২

আপনি পড়ছেন : রাজনীতি

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু, সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন


খায়রুন নাহার ৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১১:৫১
ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু, সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন
ছবি:সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।আটটি কেন্দ্রের প্রায় সবগুলোতেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।মঙ্গলবার সকাল ৮ টা ১০ মিনিট থেকে ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়।বেশ সুশৃঙ্খলভাবে উৎসবমুখর পরিবেশে  ভোট গ্রহণ চলছে।প্রায় ছয় বছরেরও বেশি সময় পর এই ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ২০-২১ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়,শান্তিপূর্ণ পরিবেশ আছে।নির্বাচনের পুরোটা সময় যদি এমন থাকে,তাহলে আশা করছি একটি ঐতিহাসিক ডাকসু নির্বাচন আমাদের এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ভোট কেন্দ্র থেকে বের হওয়া একজন শিক্ষার্থীর সাথে কথা হলে তিনি জানান,আমি এর আগে জাতীয় নির্বাচনে ভোট দেইনি,এটা আমার জীবনের প্রথম ভোট।সুষ্ঠুু ভাবে ভোট দিতে পেরেছেন বলে তিনি জানান,ভেতরে খুব অর্গানাইজ ওয়েতে ভোট নেওয়া হয়েছে।

স্বতঃস্ফূর্ত পরিবেশে ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম শামীম রেজা।বেলা সাড়ে ১০ টা পর্যন্ত

১৫ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানান তিনি।

আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন,কেউ আচরণ বিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।