অতিশীঘ্রই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তাঁর দেশে ফেরার মধ্য দিয়েই বিএনপির পক্ষ থেকে নির্বাচনের অর্ধেক কাজ শেষ হয়ে যাবে বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আলোচনা সভায় রবিবার তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার মধ্য দিয়েই নির্বাচন নিশ্চিত হবে বলে মনে করি।শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন নির্বাচনের সবকিছু প্রতিষ্ঠা হবে, বলছি না নির্বাচন হয়ে যাবে। তবে বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। প্রচারণাতো নির্বাচনের মূল বিষয়, সেদিন বিএনপির অর্ধেক প্রচারণাও হয়ে যাবে।
এছাড়া রাস্তা ঘাটে জনগণের ভোগান্তি যেন কম হয় এজন্য আগের মত মিছিল ও সভার আয়োজনও করা হচ্ছে না।তাই তারেক রহমান দেশে আসলে প্রচারণাও হয়ে যাবে বলে মনে করেন তিনি।
রমজান শুরু হওয়ার সপ্তাখানেক আগে বা তারও আগে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।
এছাড়া নির্বাচনে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা জানিয়ে তিনি বলেন, যেসব বিষয়গুলো নিয়ে ঐক্যমত হয়নি তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা দরকার না হয় নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, রাজনৈতিক ময়দানে থাকি অথবা না থাকি তবে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ক্ষেত্রে যেন আমরা উদাহরণ সৃষ্টি করতে পারি।