বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : রাজনীতি

আশুলিয়ায় একইদিনে বিএনপির জনসভা ও এনসিপির পদযাত্রা কর্মসূচি


ডেস্ক রিপোর্ট ৩০ জুলাই ২০২৫, বিকাল ৩:৩৪
আশুলিয়ায় একইদিনে বিএনপির জনসভা ও এনসিপির পদযাত্রা কর্মসূচি
ছবি:সংগৃহীত

সাভার উপজেলার আশুলিয়ার কাছাকাছি স্থানে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির পৃথক কর্মসূচি ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


বুধবার দুপুরের পর আশুলিয়ায় শ্রীপুর এলাকায় বিএনপির জনসভা করার কথা আছে। সেখান থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে বাইপাইল এলাকায় বিকেলে পদযাত্রা ও পথসভার কর্মসূচি রয়েছে এনসিপি।

বিএনপির নেতা-কর্মীরা জানান, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ছাত্র-শ্রমিক-জনতার পরিবারের সম্মানে আজ বেলা ৩টার দিকে শ্রীপুরের দারুল ইহসান মাদ্রাসা মাঠে জনসভা করবে দলটি। ঢাকা জেলা বিএনপির আয়োজনে এই সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার কথা আছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

এ ছাড়া সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ একাধিক কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকতে পারেন। এতে সভাপতিত্ব করবেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। সভা পরিচালনা করবেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

দুই দলের কর্মসূচি ঘিরে সাভারে নিরাপত্তাব্যবস্থায় ঘাটতি নেই জানিয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার  আরাফাতুল ইসলাম বলেন, দুটি দলের কর্মসূচিকে কেন্দ্র করে সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমাবেশস্থলসহ গুরুত্বপূর্ণ সব স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।