বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : রাজনীতি

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সিইএসির সঙ্গে বৈঠকে এনসিপি


ডেস্ক রিপোর্ট ৩০ জুলাই ২০২৫, বিকাল ৩:১০
প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সিইএসির সঙ্গে বৈঠকে এনসিপি
ছবি:সংগৃহীত

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার নির্বাচন কমিশনের একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ বিকেলে এনসিপির একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে বসবে। বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার ছাড়াও নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

এনসিপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৪টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দলে থাকছেন দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের গ্লোবাল কো-অর্ডিনেটর তারিক আদনান মুন।

দলটি জানায়, তারা প্রবাসীদের নাগরিক অধিকার রক্ষায় নির্বাচন কমিশনের সামনে বিষয়টি জোরালোভাবে তুলে ধরবে। একইসঙ্গে ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাবে।