বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : রাজনীতি

জামায়াতের ৭ দফার প্রতি সমর্থন ইসলামী আন্দোলন বাংলাদেশের


ডেস্ক রিপোর্ট ১৯ জুলাই ২০২৫, বিকাল ৫:৩৯
জামায়াতের ৭ দফার প্রতি সমর্থন ইসলামী আন্দোলন বাংলাদেশের
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।ছবি:সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত সাত দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।


তিনি বলেন, ‘জামায়াতের দাওয়াত আমরা গ্রহণ করেছি। আমাদের আমির সফরে থাকার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। আমি এসেছি। আমরা ভবিষ্যতে একটি নতুন বাংলাদেশ গঠনের কাজ করে যাচ্ছি।’

সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হন। ঢাকামুখী এ ঢল ছড়িয়ে পড়ে পুরো উদ্যানে। জামায়াতের পক্ষ থেকে ডানপন্থি ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলসমূহকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াও খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ, এনসিপিসহ একাধিক দল এতে প্রতিনিধিত্ব করে।