বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : রাজনীতি

জাতীয় ঐকমত্য কমিশন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ


Desk Report ৭ জুলাই ২০২৫, বিকাল ৩:৩৩
জাতীয় ঐকমত্য কমিশন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ
ছবি:সংগৃহীত

রাষ্ট্র সংষ্কারে রাজনৈতিক দলগুলোর বক্তব্য আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত্য তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

তিনি বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না।

সোমবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১০ম দিনের আলোচনার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ইতোমধ্যে কিছু বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে, কিছু বিষয়ে আলোচনা চলছে। এনসিসি গঠনের ক্ষেত্রে অধিকাংশ দল দ্বিমত পোষণ করছে। জাতীয় ঐকমত্য কমিশন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না।ঐকমত্য প্রতিষ্ঠায় সবার চেষ্টা রয়েছে বলে জানান অধ্যাপক আলী রীয়াজ। 

এ সময় রাজনৈতিক দলগুলোকে বেশি বেশি আলোচনায় বসার মাধ্যমে দ্রুত ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানান তিনি।

সোমবারের বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে- উপজেলা পর্যায়ে অধঃস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব।