রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
২৩ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : রাজনীতি

জোটবদ্ধ ইসলামি দলগুলোই হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি: চরমোনাই পীর


Desk Report ২৯ জুন ২০২৫, রাত ৪:৫৭
জোটবদ্ধ ইসলামি দলগুলোই হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি: চরমোনাই পীর
'ইসলামী আন্দোলন বাংলাদেশ' এর আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।ছবি:সংগৃহীত

সংস্কার, জুলাই হত্যাকান্ডের বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন।

মহাসমাবেশের মূল পর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।তিনি বলেন,দেশের ইসলামিক দলগুলো আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি হয়ে উঠবে।

চরমোনাই পীর বলেন,আমি শুরু থেকেই ইসলামপন্থী সব ভোট এক বাক্সে আনার কথা বলছি।আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পাশাপাশি দেশপ্রেমিক বিভিন্ন দল নিয়ে ঐক্য গড়ার প্রক্রিয়া চলছে।ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে এখন গণ-আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে।জোটবদ্ধ ইসলামী দলগুলোই হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি।

সংস্কারের প্রসঙ্গে বাংলাদেশ ইসলামী আন্দোলন অটল ও অবিচল জানিয়ে তিনি বলেন,সংস্কারের কালক্ষেপণ ২৪- এর গণঅভ্যুত্থানের সঙ্গে বেঈমানির শামিল।

পিআর পদ্ধতি ছাড়া জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই দাবি করে চরমোনাই পীর বলেন,জনগণের ভোটের অবমূল্যায়ন রুখতে সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালুু করতে হবে।


সমাবেশে দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আগামী নির্বাচনে কোনো দল নয়,ক্ষমতায় যাবে ইসলাম।

তিনি আরও বলেন, ২৪ এ বাংলাদেশের মানুষ কর্তৃত্ববাদী শাসনের জন্য জীবন দেয়নি।এদেশের মানুষ ভবিষ্যতে আর কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের সংসদে পাঠাবে না।