রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
২৩ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : রাজনীতি

জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে পূর্ণ সমর্থন এনসিপির: নাহিদ ইসলাম


Desk Report ১৮ জুন ২০২৫, সন্ধ্যা ৭:০৮
জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে পূর্ণ সমর্থন এনসিপির: নাহিদ ইসলাম
ছবি:সংগৃহীত

জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পূর্ণ সমর্থন জানিয়েছে।



বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দিনের সংলাপে এ কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মধ্যাহ্নভোজের বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংকালে নাহিদ ইসলাম বলেন, “বিগত দিনে নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং মানবাধিকার কমিশনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণ ও বিতর্কিত করা হয়েছে। বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।”


তিনি আরও বলেন, “জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের বিষয়ে কিছু দল দ্বিমত পোষণ করেছে। তবে যারা বিপক্ষে রয়েছেন, তাদের দায়িত্ব বিকল্প প্রস্তাব দেওয়া। আমরা বিশ্বাস করি, এসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগে সরকারের কোনো হস্তক্ষেপ থাকা উচিত নয়। জনগণের আস্থার ভিত্তিতে প্রতিষ্ঠানগুলো স্বচ্ছভাবে পরিচালিত হওয়া জরুরি।”

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, একতরফা নির্বাচনের পক্ষে নির্বাচন কমিশন বরাবর সাফাই গেয়ে গেছে। আর মানবাধিকার কমিশন গুম-খুনের মতো গুরুতর বিষয়ে কার্যকর কোনো ভূমিকা পালন করেনি।


সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ।

বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন ও জেলা সমন্বয় কাউন্সিল গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

এ আলোচনা সভার সভাপতিত্ব করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও মোহাম্মদ আইয়ুব মিয়া।

এ দিন বিএনপি, জামায়াত ও এনসিপিসহ মোট ৩০টি রাজনৈতিক দল সংলাপে অংশ নেয়, যাদের মধ্যে দুটি রাজনৈতিক জোটও রয়েছে।