রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
২৩ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : রাজনীতি

ঐকমত্য কমিশনের সভায় যোগ দিয়েছেন জামায়াত


Desk Report ১৮ জুন ২০২৫, সন্ধ্যা ৬:৫৩
ঐকমত্য কমিশনের সভায় যোগ দিয়েছেন জামায়াত
ছবি:সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের অসমাপ্ত আলোচনায় জামায়াতে ইসলামী অংশ নিয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই বৈঠকে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে দলটি অংশগ্রহণ করে।

আরও উপস্থিত আছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ। দ্বিতীয় দফার এ আলোচনায় সভাপতিত্ব করছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আজকের বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন, এবং জেলা সমন্বয় কাউন্সিল প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই আলোচনায় জামায়াতে ইসলামী ছাড়াও বিএনপি, এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) সহ প্রায় ৩০টি দল ও জোট অংশগ্রহণ করেছে।

মধ্যাহ্নের বির‌তি‌তে ডা. তা‌হের সাংবা‌দিক‌দের জানান, মঙ্গলবার দুপু‌রে প্রধান উপ‌দেষ্টার স‌ঙ্গে ফোনালাপ হয়ে‌ছে জামায়াত আমির শ‌ফিকুর রহমা‌নের। প্রধান উপ‌দেষ্টা সরকারের নির‌পেক্ষতার বিষ‌য়ে আশ্বস্ত ক‌রে‌ছেন। 

সরকার ও বিএন‌পির বৈঠ‌কের যৌথ বিবৃতিকে পৃথিবীর ইতিহাসে বিরল আখ‌্যা দি‌য়ে ডা. তাহের বলেন, বিভিন্ন দেশে সরকারের সঙ্গে প্রধান বিরোধী দল বা সংসদের প্রতিনিধিত্বকারীদের সঙ্গে যৌথ বিবৃতি হয়। দেশে শতা‌ধিক দল আছে। তাহলে তো এমন একটি সংস্কৃতি তৈরি হবে, প্রধান উপদেষ্টা যার সঙ্গে কথা বলবেন, একটা যৌথ বিবৃতি দি‌তে হবে। এতে অন্যান্য দল বিব্রত হয়েছে। ত‌বে বিএন‌পির ব‌্যাপা‌রে জামায়া‌তের বক্তব‌্য নেই। 

তিনি বলেন, প্রথমত সাংবিধানিক কাউন্সিলের পক্ষে জামায়াত। তবে এর সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সম্পৃক্ততা চাই না। কারণ তারা দুই জনই স্ব-স্ব ক্ষেত্রে ব্যস্ত থাকেন। তাছাড়াও কোনও বিষয়ে বিরোধ হলে সমাধান করবেন কে? তাই সেখানে প্রধানমন্ত্রী, প্রধান বিরোধী দলীয় নেতা ও স্পিকার থাকবেন।

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অনিশ্চয়তা নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর এ বক্তব্যের কড়া সমালোচনা করেছে জামায়াত। 

এছাড়া মেয়র প‌দের জন‌্য নগর ভবন তালাবদ্ধ ক‌রে বিএন‌পি নেতা ইশরাক হো‌সে‌নের আন্দোলনের প্রতি ইঙ্গিত করে ডা. তা‌হের ব‌লেন, যিনি একমাসেও একটি ভবনের তালা খুলতে পারেন না, ৩০০ সংসদীয় আসনের কিভাবে আইনশৃঙ্খলা রক্ষা করবেন, সেটাও বিস্ময়ের ব্যাপার। আমি উনাকে সংযতভাবে কথা বলার অনুরোধ করছি। লেভেল প্লেয়িং ফিল্ড কী হবে, এটা বুঝার জন্য অনুরোধ করছি।