রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
২৩ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : রাজনীতি

সেনাবাহিনীকে বিতর্কিত করলে দেশ ঝুঁকিতে পড়বে: জামায়াতের আমির


admin ২৪ মে ২০২৫, দুপুর ১২:৫০
সেনাবাহিনীকে বিতর্কিত করলে দেশ ঝুঁকিতে পড়বে: জামায়াতের আমির
ডা. শফিকুর রহমান। ছবি:সংগৃহীত

কোনো কারণে বাংলাদেশ সেনাবাহিনী বিতর্কিত হোক তা বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সেনাবাহিনীকে বিতর্কিত করলে দেশ গভীর সংকটে পড়বে। দেশে সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ অবদান রয়েছে। সেনাবাহিনীকে বিতর্কিত করলে স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়বে।

শনিবার কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। 

জামায়াতের আমির বলেন, ‘সাম্প্রতিক পরিস্থিতিতে বিচলিত না হলেও সতর্ক অবস্থানে পর্যবেক্ষণ করছে জামায়াত। জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থাতে ঠিক হবে না। আলাপ-আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।’

তিনি আরও বলেন, ‘জামায়াত আলোচনার জন্য সরকারকে বলেছে।জাতির মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছে, তা আলোচনার মধ্য দিয়ে  সন্তোষজনক জায়গায় যেতে পারব।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘বন্দর ব্যবস্থাপনার একটি বিষয় সামনে এসেছে। এটি বিশাল বিষয়। এটি আমাদের লাইফ লাইন। এই বন্দরের ওপরে বাংলাদেশের অনেক কিছু নির্ভর করছে। এমন বন্দর ব্যবস্থাপনা নিয়ে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে বলে আমি মনে করি না। আরও অংশীজনের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া উচিত।'

জামায়াতের আমির আরও বলেন, ‘নির্বাচন দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করতে চায় না জামায়াত। তবে সকল দলের সাথে রাজনৈতিক আলোচনার মধ্যে দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব।’