নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল গঠন করলেন। তার দলটির নাম হচ্ছে ‘জনতার পার্টি বাংলাদেশ’। আজ শুক্রবার সকাল ১০টায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) এক অনুষ্ঠানে নতুন এ দলের নাম ঘোষণা করা হয়। দলটির নেতৃত্বে সভাপতি হিসেবে থাকছেন ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব পদে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ।
জানা গেছে, ‘গড়বো মোরা ইনসাফের দেশ’ এই স্লোগান নিয়ে রাজনীতির ময়দানে এসেছে ‘জনতা পার্টি বাংলাদেশ’।
অনুষ্ঠানে
দলের নাম ও ইশতেহার
পাঠ করেন শওকত মাহমুদ। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয় যে, প্রতিটি
গণ-অভ্যুত্থান, বিপ্লব ও আন্দোলনের পর
সংগ্রামী চেতনায় নতুন রাজনৈতিক দলের
জন্ম হয়েছে। তিনি মনে করেন,
রাষ্ট্রকে একাত্তরের ও ২০২৪ সালের
গণজাগরণের চেতনায় পুনর্গঠন করতে হলে নতুন
রাজনৈতিক দলের আবির্ভাব সময়ের
দাবি। এই প্রেক্ষাপটে সব
ধরনের বৈষম্য, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে
গণতন্ত্রকে এগিয়ে নিতে, জনকল্যাণ, ইনসাফ ও সার্বভৌমত্ব নিশ্চিত
করতে এবং গর্বিত জাতীয়তাবোধ
দৃঢ় করতে তাঁরা এই
নতুন দল গঠনের ঘোষণা
দিচ্ছেন।’
অনুষ্ঠানে
দলের ২৭ সদস্যের অ্যাডহক
কমিটি ঘোষণা করেন ইলিয়াস কাঞ্চন,
যিনি ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’
আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
ঘোষিত
কমিটির তথ্য অনুযায়ী, ইলিয়াস
কাঞ্চন চেয়ারম্যান এবং গোলাম সারোয়ার
মিলন নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে
দায়িত্ব পালন করবেন। ভাইস
চেয়ারম্যান পদে রয়েছেন রফিকুল
হক হাফিজ, ওয়ালিউর রহমান খান, রেহানা সালাম,
মো. আবদুল্লাহ, এম এ ইউসুফ
এবং নির্মল চক্রবর্তী। মহাসচিব শওকত মাহমুদ, সিনিয়র
যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান। যুগ্ম
মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এ বি এম
রফিকুল হক তালুকদার রাজা,
আল আমিন রাজু ও
নাজমুল আহসান।
সমন্বয়কারীর
দায়িত্বে রয়েছেন নুরুল কাদের সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ, প্রযুক্তিবিষয়ক সম্পাদক গুলজার হোসেন এবং প্রচার সম্পাদক
হিসেবে দায়িত্ব পালন করবেন হাসিবুর
রেজা কল্লোল।
দলটির
সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মেজর (অব.) ইমরান এবং
কর্নেল (অব.) সাব্বির। উপদেষ্টা
পরিষদে রয়েছেন শাহ মো. আবু
জাফর, মেজর (অব.) মুজিব, ইকবাল
হোসেন মাহমুদ, ডা. ফরহাদ হোসেন
মাহবুব, জাফর ইকবাল সিদ্দিকী,
আউয়াল ঠাকুর, তৌহিদা ফারুকী ও মামুনুর রশীদ।
এদিকে
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা
দেওয়ার আগেই চিত্রনায়ক ইলিয়াস
কাঞ্চনের কাছে আইনি নোটিশ
পাঠিয়েছেন ‘জনতার বাংলাদেশ পার্টি’র চেয়ারম্যান শফিকুল
ইসলাম সবুজ খান। গতকাল
বৃহস্পতিবার এই আইনি নোটিশ
পাঠানো হয়।
ওই নোটিশে বলা হয়, ১৩
মার্চ অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ খান জাতীয়
প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ‘জনতার বাংলাদেশ
পার্টির’ আত্মপ্রকাশ ঘটান। এরপর ২০ এপ্রিল
দলের নিবন্ধনের জন্য জাতীয় নির্বাচন
কমিশনে কাগজপত্র দেওয়া হয়। কিন্তু মিডিয়ার
মাধ্যমে আমরা জানতে পারি,
‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে ইলিয়াস কাঞ্চনের
নতুন দল আত্মপ্রকাশ হতে
যাচ্ছে। জনতার বাংলাদেশ পার্টি ও জনতার পার্টি
বাংলাদেশ প্রায় একই রূপ হওয়ায়
সারা দেশে ছড়িয়ে থাকা
আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তারা হতাশা ও
ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এতে আমাদের মারাত্মক
ক্ষতিসাধন হবে। এতে গণতন্ত্রের
সৌন্দর্য নষ্ট হবে।
নোটিশে
আরও বলা হয়, জনতা
নামটি ব্যবহার করে যে দলগুলো
এরই মধ্যে আত্মপ্রকাশ করেছে, সেগুলো হলো- জনতার বাংলাদেশ
পার্টি, জাতীয় জনতা পার্টি ইত্যাদি।
দলগুলোর নাম কাছাকাছি হওয়ায়
সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
দীর্ঘদিন
ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে
জনমত গঠনে সক্রিয় ইলিয়াস
কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’
আন্দোলনের প্রতিষ্ঠাতা। ১৯৯৩ সালে স্ত্রী
জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত
হওয়ার পর থেকে তিনি
এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। বিভিন্ন
সময়ে তাকে নির্বাচন করার
আহ্বান জানানো হলেও এবারই প্রথম
সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন তিনি।
গত কয়েক মাস ধরেই দেশের
রাজনৈতিক পরিমণ্ডলে নতুন দল গঠনের
প্রবণতা দেখা যাচ্ছে। এবার
এতে যুক্ত হলেন এই চিত্রনায়ক।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫
আগস্ট হাসিনা সরকারের পতনের পর এ বছরের
ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ছয় মাসে ১৬টি
নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।